মামলার প্রধান আসামি হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজীকে সৌদি আরবে পালানোর সময় সোমবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী থানার এসআই নিদুল চন্দ্র কপালীর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
হারুন মিয়াজী সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী কাছারী পুকুর গ্রামের মিয়াজী বাড়ির রফিকুল ইসলাম মিয়াজীর ছেলে।
তার কাছে থাকা গৃহবধূর আপত্তিকর ছবি এবং ভিডিও সংরক্ষিত ১টি মোবাইল ফোন ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজশাহীগামী চলন্ত বাসে ‘ধর্ষণের’ বিষয়ে যা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিদেশে পালানোর সময় ধর্ষণ মামলার প্রধান আসামি হারুনুর রশিদ হারুন মিয়াজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় গত ৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে পাসপোর্ট, টিকিট, মোবাইল ফোন ও কাপড়ভর্তি একটি ব্যাগ জব্দ করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, হারুন মিয়াজীকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার ২নং আসামি জাকির হোসেন শুভকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।