ভাইরাল ওই ভিডিওতে ধরা পড়েছে ধর্মেন্দ্রের শেষ দিনের কথা। সেখানে তিনি বলেন,
আমি সত্যি অনেক খুশি এ সিনেমায় কাজ করতে পেরে। কলাকুশলী থেকে শুরু করে পরিচালক শ্রীরামজি অনেক যত্নে সিনেমাটি নির্মাণ করেছেন। আমি মনে করি, ভারত ও পাকিস্তান-দু’দেশের মানুষেরই এই সিনেমাটা দেখা উচিত।
ধর্মেন্দ্র আরও বলেন,
আমি আনন্দের সাথে কিছুটা অখুশিও। কারণ আজ সিনেমাটির শুটিংয়ের শেষ দিন। তাই আমি সবার উদ্দেশে বলতে চাই, আমি সবাইকে ভালোবাসি। যদি কোনো কারণে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত হয়েও কনসার্টে পারফর্ম করলেন নোরা
শুটিংয়ের শেষ দিনে কেক কাটতেও দেখা যায় অভিনেতাকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফের আবেগে ভাসছেন তার অনুরাগীরা।
আরও পড়ুন: নতুন বছরেই মুক্তি পাবে একাত্তরের যুদ্ধের সিনেমা ‘ইক্কিস’
গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। শেষবার তাকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমায়। তার অভিনীত শেষ সিনেমা ‘ইক্কিস’। নতুন বছরের শুরুতে আগামী ১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·