এর আগেও ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিলো আর্জেন্টাইন এই ফুটবলারের বিরুদ্ধে। তবে গত ফেব্রুয়ারিতে তুরিনে ১-০ গোলে হারের পর ধর্ম অবমাননার কথা অস্বীকার করেছিলেন মার্টিনেজ। পরের সপ্তাহে জেনোয়ার বিপক্ষে ইন্টার মিলানের হয়ে জয়সূচক গোল করার পর লাউতারো বলেছিলেন, ‘আমি কখনও এটা করিনি।’
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানিয়েছে, মার্টিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশনে স্পষ্টভাবে ধরা পড়েছে। যদিও কোন শব্দ উচ্চারণের জন্য তাকে এই শাস্তি পেতে হয়েছে, বিবৃতিতে সেটি বলা হয়নি।
আরও পড়ুন: মায়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধবেন ডি ব্রুইনা!
বিবৃতি আরও জানানো হয়ে, এ ধরণের আপত্তিকর ভাষার ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন, যা এক ম্যাচের জন্য শাস্তিযোগ্য অপরাধও বটে। কিন্তু উভয় পক্ষের আলোচনার পর মার্টিনেজের জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ইউরো।
গত ফেব্রুয়ারিতে মার্টিনেজ বলেছিলেন, ‘আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শেখানোর চেষ্টা করি। এবং এই অভিযোগগুলি আমাকে খুব বিব্রত করে। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।’
আরও পড়ুন: রোনালদোর হোটেলে আগুন
মার্টিনেজই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ধর্মনিন্দা বিরোধী আচরণ লঙ্ঘণ করা প্রথম খেলোয়াড় নন, একই কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন গোলকিপার বুফন। ২০২১ সালে জুভেন্টাসের সতীর্থ মানালো পোর্টানোভার সাথে খারাপ ব্যবহার করেছিলেন ইতালির এই গোলকিপার।
মোনজার গোলকিপার স্টিফানোও একই কারণে শাস্তি পেয়েছিলেন। ২০২৩ সালের আগস্টে তার পুরোনো ক্লাব ফ্রোসিনোনের হয়ে খেলার সময় নাপোলির বিপক্ষে হারের পর ধর্ম অবমাননার অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। পরে তাকেও শাস্তি পেতে হয়েছিলো।
]]>