মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান। তিনি বলেন, ধর্মীয় অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় তদন্তাকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান আগামী বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: ফেসবুকে ধর্ম অবমাননাকর কমেন্ট, সংস্কৃতিকর্মী শামীম আশরাফ আটক
জানা গেছে, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে 'বেহেশত'কে জড়িয়ে অবমাননাকর মন্তব্য করেন। ধর্মীয় অনুভূতি আঘাত করা ওই কমেন্টের স্ক্রিনশটটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেফতার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে। দুপুরে নগরের বড় মসজিদের সামনে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও সাম্প্রদায়িক উসকানি দেয়ায় অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশে শামীম আশরাফকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নগরের আমলাপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফ ময়মনসিংহে মুদ্রণ শিল্পের ব্যবসা পরিচালনা করেন। 'গ্রাফিটি' নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি।