ধরলা নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
কুড়িগ্রামের ধরলা ব্রিজ থেকে ১ কিলোমিটার ভাটিতে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। 


স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেন তারা। তাদের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে এসেছে। তার পরনে শুধু লুঙ্গি রয়েছে। 

আরও পড়ুন: গাইবান্ধায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগের মরদেহটি। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন