ধনঞ্জয়া-কুশলের ব্যাটে 'অবিশ্বাস্য' জয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা

৩ সপ্তাহ আগে
চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। জয়ের জন্য তখন লঙ্কানদের প্রয়োজন ছিল ২৪৬ রান, হাতে ৫ উইকেট। ম্যাচের এই পর্যায়ে মনে হচ্ছিল, খেলা হয়তো শেষদিন পর্যন্ত যাবেই না। তবে কুশল মেন্ডিস এবং ধনঞ্জয়া ডি সিলভা এরপর যে লড়াই করলেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ১৮.৫ ওভার ব্যাটিং করে দুজনেই অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ব্যবধান নামিয়ে এনেছেন ১৪৩ রানে।

ধনঞ্জয়া-কুশলের সেই আশা জাগানিয়া জুটিতে এখন অবিশ্বাস্য এক রান তাড়ার স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে এখন পর্যন্ত ৮৩ রানের জুটি গড়েছেন। তাতে ৩৪৮ রানের জবাব দিতে নেমে ৫ উইকেটে ২০৫ রানে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা।  

 

চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। ২০১৯ সালে প্রোটিয়াদের বিপক্ষে ডারবানে ৩০৪ রান তাড়া করে জিতেছে লঙ্কানরা। তবে এবার আরও ৪৪ রান বেশি দরকার সফরকারীদের।  

 

চতুর্থ দিনের খেলায় অবশ্য দাপট দেখিয়েছে শ্রীলঙ্কাই। ১৯১ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করার পর এদিন কেবল ১২৬ রান যোগ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এত অল্প রানে আটকে দেয়ার প্রধান কৃতিত্ব অবশ্য প্রভাত জয়সুরিয়ার। ৩৪ ওভার হাত ঘুরিয়ে ১২৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: ভারতকে হারানোর ৫ টার্নিং পয়েন্ট

 

আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা টেম্বা বাভুমা এদিন আরও ১৮ রান যোগ করেন। ৩ রানের জন্য ফিফটি থেকে বঞ্চিত হন ত্রিস্তান স্টাবস। ছয়ে নামা ডেভিড বেডিংহ্যাম যোগ করেন ৩৫ রান। শেষদিকে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৩১৭ রানে থামে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস।

 

জবাব দিতে নেমে ১২২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস এবং কামিন্ডু মেন্ডিসরা সবাই শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ রান করে প্যাটারসনের শিকার হয়ে ফিরেছেন নিসাঙ্কা। করুনারত্নে করেন ২৯ রান। ত্রিশের ঘরে আউট হয়েছেন চান্দিমাল এবং ম্যাথুস।

 

আরও পড়ুন: সোমবার ঢাকায় আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ‘ট্রফি’

 

ধনঞ্জয়া এবং কুশল দুজনেই ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন