২০২৪ সালের আসরে ৩-১ ব্যবধানে বসুন্ধরা হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এবারও ফাইনালে এই দুদলই মুখোমুখি হয়। তবে বসুন্ধরা আগেরবার লিগ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালের টিকিট পেলেও এবার পেয়েছে ফেডারেশন কাপ জেতার সুবাদে, লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। ফাইনালে বসুন্ধরা মোহামেডানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে।
দুই পেনাল্টির পর প্রথমার্ধ শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। বসুন্ধরা দ্বিতীয়ার্ধে ৩ গোল দিয়ে ম্যাচ জিতে নেয় ৪-১ ব্যবধানে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন করেছেন জোড়া গোল। বসুন্ধরার অন্য ২টি গোলের একটি রাফায়েল অগাস্টোর ও অন্যটি সানডে এমানুয়েলের। মোহামেডানের একমাত্র গোলটি করেন মুজাফ্ফর মুজাফ্ফরভ।
আরও পড়ুন: নেপালকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোহেল রানার পাস ধরতে দৌড়ে ডি বক্সে ঢুকেছিলেন ডরিয়েলটন। পেছন দিক থেকে মেহেদী হাসান মিঠু তার পায়ে পা লাগালে পড়ে যান এই ব্রাজিলিয়ান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বসুন্ধরাকে এগিয়ে দেন ডরিয়েলটন। ১৫ মিনিটে মোহামেডান সেই গোল শোধও করে পেনাল্টির মাধ্যমে।
বসুন্ধরা দ্বিতীয়ার্ধের ৩টি গোলই করে শেষের ১৮ মিনিটে। ৭২ মিনিটে বসুন্ধরা ফের এগিয়ে যায় অগাস্টোর গোলে। ২ মিনিট পর সানডের আড়াআড়ি শটের গোলটি হয় মোহামেডান গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে। ৮৬ মিনিটে ডরিয়েলটনের জোড়া গোল পূর্ণ করার দৃশ্যটা নান্দনিক। সানডের কাছ থেকে বল পেয়ে প্রথমে এক ডিফেন্ডারকে কাটান তিনি, এরপর গোরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান।