২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
বিচ্ছেদের সাত বছর পর গত ৪ জানুয়ারি আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে।
আরও পড়ুন: এক নজরে তাহসানের বিয়ের সব ছবি
বিয়ের খবর অর্ন্তজালে ছড়িয়ে পড়ার পরই তাহসানের একটি বিয়ের ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, দ্বিতীয় বিয়ের কাবিনে সই করার সময় অঝরে কাঁদেন তাহসান।
নেটদুনিয়ায় এটি ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেনই সত্যি বলে ধরে নেন ভিডিওটি। তবে ভিডিওটি তাহসানের নয়, বলে জানিয়েছে ফ্যাক্ট চেকার রিউমর স্ক্যানার।
আরও পড়ুন: কেন রোজার প্রেমে পড়লেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান
জানা যায়, ভাইরাল ভিডিওতে কাবিনে সই করার সময় কান্নারত ওই ব্যক্তির ভিডিওটি পাকিস্তানের একটি ইউজার আইডি (ayankhatri1) থেকে আপলোড করা হয়।
২০২৪ সালের ২১ সেপ্টেম্বরে আপলোড করা এ ভিডিওটিই হঠাৎ ছড়িয়ে পড়ে তাহসানের বিয়ের পর। এবং ক্যাপশনে দাবি করা হয়, কান্নারত ওই ব্যক্তি তাহসান। যা মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
]]>