দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে গম্ভীরকে যে পরামর্শ দিলেন গাঙ্গুলি

৫ ঘন্টা আগে
ঘরের মাঠে শেষ ৬ টেস্টের চারটিতে হেরেছে ভারত। যা বেশ বিরল। এদিকে ভারতের এমন অবস্থা নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে গম্ভীরের কি করতে হবে সেই পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি গাঙ্গুলি এটাও বলেছেন, টেস্ট ম্যাচের জন্য আদর্শ উইকেট ছিল না কলকাতার ইডেন গার্ডেন।

কলকাতায় স্পিন সহায়ক উইকেট বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে ফাঁদে ফেলতে চেয়েছিল ভারত। তবে নিজেদের বানানো জালে নিজেরাই ধরা খেয়েছে গম্ভীরের দল। মাত্র ১২৪ রানের টার্গেট নিয়েও ৩০ রানে হারতে হয়েছে ভারতকে। যদিও হারের পর কলকাতার পিচ নিয়ে প্রশংসা করেছেন গম্ভীর। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এমন উইকেটই চেয়েছিলেন তারা। তবে এবার গম্ভীরকে কড়া বার্তা দিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে কি করতে হবে সেই পরামর্শ দিলেন গাঙ্গুলি।  


'ইন্ডিয়া টুডে'-কে দেয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘ভালো উইকেটে খেলুন। আশা করি গৌতম গম্ভীর শুনছেন। উইকেটকে খেলার ভাবনা থেকে সরিয়ে দিন। কারণ যদি ব্যাটসম্যানরা ৩৫০–৪০০ রান না করে, তবে টেস্ট জেতা সম্ভব নয়। ইংল্যান্ডে জেতার কারণ ছিল ব্যাটসম্যানদের রান। তাই ভালো উইকেটে খেলতে হবে, নিজের খেলোয়াড়দের উপর ভরসা রাখতে হবে এবং পাঁচ দিনে টেস্ট জিততে হবে, তিন দিনে নয়।’


যে উইকেটে ভারতের স্পিন আক্রমণ— রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলরা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছিল, সেখানে সবচেয়ে বড় প্রভাব ফেলেন সাইমন হারমার, দুই ইনিংসে চারটি করে উইকেট নিয়ে।


আরও পড়ুন: ইডেন টেস্ট হেরে একাধিক লজ্জার নজির ভারতের 


কলকাতায় ভারতের ৩০ রানের পরাজয়ের পর আলাদা এক সাক্ষাৎকারে আবার মোহাম্মদ শামিকে টেস্ট দলে ফেরানোর জন্য গম্ভীরের কাছে দাবি জানান সৌরভ। অভিজ্ঞ এই পেসার চলতি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও, দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচিত হননি।


সৌরভ বলেন, ‘আমি গৌতমকে খুব পছন্দ করি, ও ২০১১ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করেছে। সে কিছুদিন চালিয়ে যাবে, কিন্তু ওকে ভারতে ভালো উইকেটে খেলতে হবে। ওকে বুমরাহ, সিরাজ এবং শামির উপর আস্থা রাখতে হবে। আমি মনে করি, শামি এই টেস্ট দলে থাকার যোগ্য। শামি এবং স্পিনাররা ওর জন্য টেস্ট ম্যাচ জিতবে।’  


সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে। 

]]>
সম্পূর্ণ পড়ুন