গুয়াহাটি টেস্টটি শুরু হবে শনিবার সকালে। এই ম্যাচে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতকে নেতৃত্ব দেবেন রিশভ পন্ত। তিনি টেস্ট দলের সহঅধিনায়ক। ক্রিকইনফোর খবরে এই তথ্য জানানো হয়েছে। পন্ত এর আগে কখনও ভারত টেস্ট দলকে নেতৃত্ব দেননি। তবে ২০২২ সালে ৫টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।
ক্রিকইনফোর খবরে আরও বলা হয়েছে, গিলের জায়গায় সাই সুদর্শন, দেবদূত পাডিকাল কিংবা নিতিশ কুমার রেড্ডিদের কাউকে খেলাতে পারে টিম ইন্ডিয়া।
গিল চোট (নেক স্প্যাজম) পেয়েছিলেন প্রথম টেস্টের দ্বিতীয় দিন। নেমে মাত্র তিনটি বল খেলতে পেরেছিলেন। ভারতের স্কোর তখন ২ উইকেটে ৭৫ রান, তখন সাইমন হার্মারের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে স্লগ সুইপ করে চার মারেন গিল। শট সম্পন্ন করার পরই স্পষ্ট অস্বস্তি অনুভব করেন, হেলমেট খুলে ঘাড়ের পেছনে হাত বুলাতে থাকেন। ফিজিও মাঠে আসেন এবং গিলকে দ্রুত বাইরে নিয়ে যাওয়া হয়। এই সময়ও তিনি ঘাড় ম্যাসাজ করছিলেন।
আরও পড়ুন: গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি
লাইভ সম্প্রচারে ঘটনার পরপরই দেখানো কিছু ভিডিওতে দেখা যায়, খেলা শুরুর আগে থেকেই গিল স্ট্রেচ করছিলেন এবং সাপোর্ট স্টাফদের ইশারায় জানাচ্ছিলেন যে ঘাড়ে অস্বস্তি আছে। ধারভাষ্যকার মুরলি কার্তিক বলেন, ‘দেখে মনে হচ্ছে সকাল থেকেই এটা তাকে বিরক্ত করছিল। আপনি তাকে ঘাড় নরম ও সক্রিয় রাখতে চেষ্টা করতে দেখছেন।’
গিলকে হাসপাতালে ভর্তি করা হয় দ্বিতীয় দিনের খেলা শেষেই। এরপর তিনি আর খেলতে নামতে পারেননি, দ্বিতীয় ইনিংসে তাকে দলের ভীষণ প্রয়োজন পড়ার পরও। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১২৪ রান তাড়ায় ৯ উইকেট হারিয়ে ফেলার পর শুভমান গিলকে তো নামতেই হতো, কিন্তু ইনজুরির কারণে আর নামেননি, ভারত হারে ৩০ রানে।

৬ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·