দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা কাতারের

৩ সপ্তাহ আগে
ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের শীর্ষ নেতাদের হত্যার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে। হামাসও হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে কেউ হতাহত হয়নি বলে দাবি গোষ্ঠীটির। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর বেশ কয়েকজন সদস্যের আবাসিক ভবন লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ইসরাইল। কাতার এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন এবং কাতারি এবং কাতারে বসবাসকারীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।’

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয়। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমে প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানায় রয়টার্স। 

 

ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ বলেন, হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে একটি গুপ্তহত্যার চেষ্টার অংশ হিসেবে দোহায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। সূত্রের বরাতে একাধিক ইসরাইলি গণমাধ্যম ও আল জাজিরাও হামলার খবর নিশ্চিত করেছে।

 

আরও পড়ুন: গাজা সিটি খালি করার নির্দেশ, নেতানিয়াহু বললেন ‘এটা কেবল শুরু’

 

ওয়াইনেটনিউজ, চ্যানেল ১২ ও কানের মতো ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য সর্বশেষ মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে অনুষ্ঠিত এক বৈঠকের সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

 

এরপর ইসরাইলি সামরিক বাহিনীও (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। এক এক্স পোস্টে বলেছে, আইডিএফ ও আইএসএ (ইসরাইল সিকিউরিটি এজেন্সি) হামাস সন্ত্রাসী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃত্বকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। 

 

এদিকে হামাসের একটি সূত্রের বরাতে আল মায়াদিন জানিয়েছে, দোহায় ইসরাইলি হত্যা প্রচেষ্টায় হামাসের আলোচক প্রতিনিধিদল বেঁচে গেছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন