দেড় মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে!

৩ সপ্তাহ আগে
বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এমন দারুণ জয়ের পরেও অস্বস্তিতে পড়েছে লেস ব্লুসরা। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পরপরই হ্যামস্টিংয়ের চোট পান উসমান দেম্বেলে। তার পরদিনই জানা যায়, আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ফরাসি সংবাদমাধ্যম লে'কিপে জানিয়েছে, দেম্বেলের নতুন চোটের ধাক্কায় ক্ষুব্ধ হয়েছে তার ক্লাব পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের দাবি, তারা জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগেই সতর্ক করেছিল উইঙ্গারকে সুরক্ষিত রাখার ব্যাপারে। 

 

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে যে রেকর্ড এখনও অধরা মেসি-রোনালদোর

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএসজি জানত দেম্বেলে ক্লান্ত ছিলেন এবং এমন অবস্থায় খেললে তার চোট পাওয়ার শঙ্কা যে প্রবল সে ব্যাপারেও তাদের উদ্বেগ ছিল। এখন যেহেতু ব্যালন ডি’অর'র শীর্ষ দাবিদার এই ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন, তাই পর্দার আড়ালে অসন্তোষ প্রকাশ করেছে লে প্যারিসিয়ানরা। 

 

আসল দুঃসংবাদটা আসে ম্যাচের পরদিন। বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছন। 

 

আরও পড়ুন: অঁরিকে ছোঁয়া এমবাপ্পের ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হতে আর কয়টি দরকার

 

শনিবার (৬ সেপ্টেম্বর) আরএমসির রিপোর্টে বলা হয়, আগামী ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দেম্বেলেকে। এই সময়ে আটলান্টা, মার্সেইয়ের বিপক্ষে খেলা মিস করবেন দেম্বেলে। এছাড়া ১লা অক্টোবর বার্সার বিপক্ষে খেলবে পিএসজি, সে ম্যাচেও তার না থাকার সম্ভাবনাই বেশি। 

 

অন্যদিকে আগামী ৯ সেপ্টেম্বর আবারও বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। সে ম্যাচেও খেলতে পারবেন না দেম্বেলে।

]]>
সম্পূর্ণ পড়ুন