দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ: ফখরুল

১ সপ্তাহে আগে
১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের চিলারং ঘুন্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ দেশের অনেক ক্ষতি করে গেছে, বাংলাদেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার।


তিনি বলেন, বিএনপি উপর দিয়ে গত ১৫ বছর অনেক অত্যাচার হয়েছে; অপরাধ একটাই বিএনপি করা। গত ১৫ বছর মিথ‍্যা মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করলেও বিএনপির নেতাকর্মীরা বিএনপি ছাড়েনি।


নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপি ছাড়া এই দেশকে রক্ষা করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন‍্য যে কাজগুলো করেছেন সেগুলো ভুলার নয়। বাংলাদেশের বেশিরভাগ আয় গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, যা মহিলাদের মাধ্যমে আসে। আমরা তাদের নিয়েও চিন্তা করবো নতুনভাবে শুরু করার।


আরও পড়ুন: রাখাইনে ‘মানবিক করিডর’ ইস্যুতে আলোচনার দরকার ছিল: ফখরুল


তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিপদে পাশে থাকতে হবে। তারা আমাদের ভাই-বোন। তারাও বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে নির্যাতিত। সবাইকে নিয়ে সামনে দিনে এগিয়ে যেতে চাই।


এ সময় আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি সহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি এমন প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব।


গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন