শনিবার (২০ ডিসেম্বর) মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভে এ দাবি করেন তিনি।
দেশে আইনের শাসন নেই, এটা একটা পুতুল সরকার। ময়মনসিংহে দিপু চন্দ্র ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার কন্যা শিশুকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও শিক্ষার্থীদের বিক্ষোভে এ কথা বলেন তিনি।
সকল খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, অনতিবিলম্বে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
আরও পড়ুন: হাদি হত্যার প্রতিবাদে মোংলায় মশাল মিছিল
এদিকে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদি হল নামে ভবনটির নতুন নামকরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১ দিকে এর পরে পূর্বের নাম সাদা রঙে ঢেকে ফেলে উপস্থিত ছাত্র-জনতা।
ফ্যাসিবাদ ও মুজিবের আঁকা দেয়ালচিত্র এসময় ক্রেনের সাহায্যে মুছে ফেলা হয়। পরে সেখানে শহিদ ওসমান হাদির গ্রাফিতি আঁকা হয়। ফ্যাসিবাদের চিহ্ন এদেশে রাখা হবে না সেই হুঁশিয়ারী দিয়ে শিক্ষার্থীরা জানান, একনায়কতন্ত্রের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে। বলেন, এদেশে মুজিববাদের কবর রচনার পটভূমি থেকে ছাত্র সমাজ ফিরে আসবে না। আওয়ামী লীগের নির্মম ঘৃণ্য কাজের অংশ হিসেবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে হলের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ বলেন, এখন আওয়ামী লীগের রাজনীতি অনেকে কৌশলে প্রাসঙ্গিক করতে চায়, কিন্তু সেই সুযোগ আর হবে না বাংলার মাটিতে।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·