দেশের রিজার্ভ কমল

৪ দিন আগে
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২৫৬৭৭ দশমিক ২৯ মিলিয়ন বা ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, গত মার্চ–এপ্রিল সময়ের জন্য আকুতে ১৮৮২ দশমিক ০৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে কিছুটা কমেছে দেশের রিজার্ভ।


আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস পর পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক লেনদেনের অর্থ নিষ্পত্তি করা হয়।

 

আরও পড়ুন: রিজার্ভ চুরির অর্থ ফেরানো প্রসঙ্গে যা জানালেন গভর্নর


কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৬৭৭ দশমিক ২৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০২৯১ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার।


এর আগে চলতি মাসের ৬ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৭৪৪ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২২০৬১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।


নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন