দেশে ৩ মাসেই অনেক নির্বাচন হয়েছে, সরকার চাইলেই সম্ভব: ফখরুল

৬ দিন আগে
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউইয়র্কে সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, সরকার চাইলেই নির্বাচন আয়োজন সম্ভব। আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউইয়র্কে যান। 

 

নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় দুই দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে।

 

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ, নতুন জোট গঠনের ইঙ্গিত

 

নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ সংশয়ে রয়েছে যে, নির্বাচন হবে কি-না। দেশের মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। বাংলাদেশে ৩ মাসেই অনেক নির্বাচন হয়েছে। নির্বাচনটা সমস্যা না। সরকার যদি নির্বাচন দিতে চায়, তাহলে সেটা অবশ্যই সম্ভব।

 

যদিও মির্জা ফখরুল মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক। তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন।

 

আরও পড়ুন: তৃতীয় পক্ষের উত্থানের শঙ্কা বিশ্লেষকদের

 

এ ছাড়া পুলিশ, সিভিল প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কি-না, সেই প্রশ্ন তুলেছে কোনো কোনো রাজনৈতিক দল। তবে এগুলোকে বড় সমস‍্যা মনে করেন না বিএনপি মহাসচিব।

 

দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

]]>
সম্পূর্ণ পড়ুন