দেশে জাল টাকা প্রবেশ প্রতিরোধে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

৩ ঘন্টা আগে
সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে।

এছাড়া বিজিবির পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।


শুক্রবার (৭ নভেম্বর) সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি আমাদের পক্ষ থেকে নেয়া হয়েছে।


আরও পড়ুন: জাল টাকায় মুঠোফোন, ১৪ বছরের কারাদণ্ড মহিউদ্দিনের


তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা সতর্ক থাকব, আমাদের পোস্ট বা অন্যকোনো জায়গা দিয়ে যদি জাল টাকা আসা যাওয়া করে বা কেউ যদি যাত্রী হিসেবে নেওয়ার চেষ্টা করেন সেটি আমরা প্রতিরোধ করব। এ বিষয়ে আমাদের পোষ্টগুলিকে সতর্ক করে দেয়া হয়েছে, আমরা সতর্ক আছি বা থাকবো। যাতে কোনোভাবেই দেশে জাল টাকা প্রবেশ করতে না পারে। 

]]>
সম্পূর্ণ পড়ুন