দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: ফারুক

৩ সপ্তাহ আগে
দেশে কিছু সংখ্যক অস্তিত্ববিহীন দলবাজরা আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সেনবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে যৌথ মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

সম্প্রতি সচিবালয়ে আগুনসহ অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতার কথা উল্লেখ করে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বাংলাদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে আর তাদের সঙ্গে কিছু অস্তিত্ববিহীন দলবাজরা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে। অনতিবিলম্ব জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলে এসব ষড়যন্ত্রকারী আর কোনো ষড়যন্ত্র করতে পারবে না।

 

আরও পড়ুন: নোয়াখালীতে স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা


এসময় তিনি আরও বলেন, এখনও সরকারের প্রতিটা সেক্টরে শেখ হাসিনার প্রেতাত্মারা কাজ করছে। তবে আর যেন অতীতের মতো পাতানো নির্বাচন না হয় তা রুখে দিতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।


মতবিনিময় সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতও করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন