দেশীয় কোচদের সঙ্গে কেন সভা ডেকেছিলেন বুলবুল, আলোচনা হলো কী নিয়ে?

২ সপ্তাহ আগে
বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাস হয়ে গেছে আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেটের অবকাঠামো সংক্রান্ত সবকিছুই ঢেলে সাজানোর জন্য কাজ করছেন দীর্ঘ সময় আইসিসিতে দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেটার। সেই ধারাবাকিতায় আজ (১৪ জুলাই) দেশীয় কোচদের সঙ্গে সভা করেছেন তিনি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় কোচ-কর্মকর্তাদের বৈঠকটি। বিসিবির বেতনভুক্ত ৮-১০ জন কোচ ছিলেন সেখানে। জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় অবস্থান করায় ছিলেন না ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবি কর্মকর্তাদের মধ্যে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনামও। হুট করেই আম্পায়ারদের সঙ্গে বিসিবি কর্তাদের সভাকে ঘিরে বেশ কৌতুহল তৈরি হয়েছিল ক্রিকেটাঙ্গনে। তবে বৈঠকে উপস্থিত থাকা কোচ মিজানুর রহমান বাবলু জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নয় বরং মতবিনিময় এবং খোঁজ-খবর নেয়ার জন্য কোচদের সঙ্গে সভা ডেকেছেন বিসিবি সভাপতি।


সভার প্রসঙ্গে বাবলু বলেন,'ঠিক মিটিং না, এটা মতবিনিময় সভার মত আর কি। আমরা দেশি কোচ ৮ থেকে ১০ জন মতো উপস্থিত ছিলাম। সেখানে মেইনলি এইচপি বা টাইগার্সের যে সকল কোচ বা ফিজিও আছেন তারা উপস্থিত ছিলেন।'


আরও পড়ুন: সাকিবকে দলে ফেরানোর বিষয়ে কিছুই জানেন না বিসিবি সভাপতি!


সভা প্রসঙ্গে বাবুল আরও বলেন, 'বিসিবি সভাপতির অনেকের সঙ্গে অনেকদিন দেখা হয় না, সেটার জন্য বসেছিলেন উনি। এতদিন আইসিসি তে কাজ করেছিলেন সেটাই আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। কিভাবে কাজ করেছিলেন, কোন স্টাইলে কাজ করেছিলেন। কিভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে বলছিলেন। এছাড়া আর কিছু না বেসিক কথা বার্তা।'

]]>
সম্পূর্ণ পড়ুন