গত ১৩ ডিসেম্বর প্রতিযোগিতাটির চতুর্থ আসরের পর্দা উঠেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ মাঠে। যেখানে তিনটি মাঠে পুরো দেশ থেকে ২৪টি দল অংশগ্রহণ করেছে।
ইতোমধ্যে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নোয়াখালী রয়্যালস-০৩০৫। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা ২২ রানে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলকে। প্রথমে ব্যাট করে আনিসুল ইসলাম এর ১৩ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে নোয়াখালী।
জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১০৫ রানে থামে খুলনা। দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হন আনিসুল ইসলাম।
আরও পড়ুন : বিজয় দিবসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ফুটসাল টুর্নামেন্ট
আগামী ২০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ফরগেটেন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে নোয়াখালী অঞ্চলের দলটি। আগামী ২৫ ডিসেম্বর ফাইনালে মধ্য দিয়ে পর্দা নামবে এবারের ‘ব্যাচম্যাটস-০৩০৫ ক্রিকেট ব্লাস্ট’ টুর্নামেন্টের।