সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর কলেজ মাঠে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল নেতা বলেন, ‘ডিসেম্বর হচ্ছে স্বাধীনতার বিজয়ের মাস। এই মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আর এই বিজয়ের মাসে গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র। সেই গণতন্ত্রকে ধ্বংস করে শেখ মুজিব বাকশাল কায়েম করে। আর ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করে নির্বাচন ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে এই ফ্যাসিবাদকে বিদায় করেছে।’
আরও পড়ুন: আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ: রুমিন ফারহানা
‘একসময় তারা বলতো আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ৫ লাখ লোক মারা যাবে। ৫ আগস্টের পর বাংলাদেশ কিন্তু এখনও একজন লোকও মারা যায়নি। কারণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষকে শান্ত থাকতে বলছেন। তার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশে কোন বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয় নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে থেকে জাতির উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন এবং মানুষকে ধৈর্য্য ধারণ করতে বলেছেন’, যোগ করেন টুকু।
তিনি আরও বলেন, ‘মানুষের প্রত্যাশা এই দেশে একটি গ্রহণ যোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনবান্ধন সরকার প্রতিষ্ঠিত হোক। এই প্রত্যাশাতে মানুষ কিন্তু চায় দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন। জনগণের নির্বাচিত সরকার বোঝে জনগণের চাহিদা কি? সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে থাকে। দেশের মানুষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে কথিত স্বৈরাচার ভারতে অবস্থান নিয়েছে। আমি মনে করি স্বৈরাচার সরকারকে আশ্রয় দিয়ে সঠিক কাজ করে নাই। এই দেশের জনগণের হৃদয়ে কিন্তু আঘাত লেগেছে।’