ইউক্রেনের বিপক্ষে ম্যাচে ওসমান দেম্বেলে ও দেজিরে দুয়ে চোট নিয়ে মাঠ ছাড়ার পরই শঙ্কা জেগেছিল। সেই শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়েছে। চোটে পড়ে যথাক্রমে ছয় ও চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফ্রান্সের এই দুই তারকা। শনিবারই (৬ সেপ্টেম্বর) ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছিলেন, দলের এই দুই গুরুত্বপূর্ণ তারকা চোট পাওয়ায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন পিএসজির কোচ লুইস এনরিকে।
রোববার এক বিবৃতিতে ক্ষোভ উগরে দিয়েছে দেম্বেলে ও দুয়ের ক্লাব পিএসজি। ফরাসি ফুটবল ফেডারেশনকে তাদের তারকা খেলোয়াড় দেম্বেলে ও দুয়ের 'গুরুতর ও এড়ানো সম্ভব ছিল এমন' চোটের জন্য দায়ী করেছে ক্লাবটি এবং ক্লাব ও জাতীয় দলের মধ্যে নতুন প্রোটোকল গড়ে তোলার দাবি জানিয়েছে।
পিএসজি ফ্রান্স জাতীয় দলকে দোষারোপ করে বলেছে, চোট 'ক্লাব ও খেলোয়াড় উভয়ের জন্যই মারাত্মক ক্রীড়াগত পরিণতি ডেকে এনেছে' এবং তারা 'দ্রুত ও অবিলম্বে সংশোধনী পদক্ষেপ' দেখতে চায়।
আরও পড়ুন: ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যেসব পরিবর্তন আসতে পারে
লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জানিয়েছে, তারা ফেডারেশনকে আগেই সুনির্দিষ্ট চিকিৎসা সংক্রান্ত তথ্য দিয়েছিল যে তাদের খেলোয়াড়রা কতটা খেলার চাপ নিতে সক্ষম এবং চোটের ঝুঁকি কতটা। কিন্তু 'জাতীয় দলের মেডিকেল স্টাফ সেই সুপারিশগুলো উপেক্ষা করেছে এবং ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা সমন্বয় করেনি।'
বিবৃতিতে আরও বলা হয়, পিএসজি 'জরুরিভাবে ক্লাব ও জাতীয় দলের মধ্যে একটি নতুন চিকিৎসা-খেলাধুলা সমন্বয় প্রোটোকল তৈরি করার আহ্বান জানাচ্ছে, যাতে খেলোয়াড়দের স্বাস্থ্য ও তাদের চিকিৎসা সহায়তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।'
আরও পড়ুন: অক্টোবরে আর্জেন্টিনার দুই ম্যাচ, প্রতিপক্ষ কারা?
তবে, পিএসজির এই অভিযোগ অস্বীকার করেছেন ফ্রান্সের কোচ দেশম। তিনি বলেন, 'আমি নিশ্চিত ছিলাম যে সে উচ্চস্তরের ম্যাচ খেলতে সক্ষম, না হলে তাকে নামাতাম না। এবার আগের তুলুজ ম্যাচের থেকে ভিন্ন ঊরুতে চোট পেয়েছে। সে ফিট ছিল। এটি দুর্ভাগ্যজনক, তবে অন্য কারও সাথেও এমনটা হতে পারত।'
দেম্বেলে ও দুয়ে চোটের কারণে আগামী ১ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন।