শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে এ ক্যাম্প উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপি সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। নিজ গ্রামে একত্রে ১০ জন চিকিৎসক চিকিৎসা দিচ্ছে শুনে ভিড় জমায় অসহায় ও দুস্থ রোগীরা। চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা জানান চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি তারা। আর চিকিৎসা দিতে পেরে খুশি ডাক্তাররাও।
আরও পড়ুন: বেশি টাকা দিলেই মিলছে সার অথচ দেখাচ্ছে সংকট, অভিযোগ কৃষকের
এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন গাইনিসহ বিভিন্ন রোগের ১০ সদস্যের চিকিৎসকের একটি টিম চিকিৎসাসেবা দিয়েছেন বলে জানান চিকিৎসকদের দলপ্রধান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সজিবুল হক।
নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানালেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগী চিকিৎসাসেবা নেন।