১৯৯৩ সালে দেয়া ওই বিশেষ সাক্ষাৎকারে সালমান শাহ জানান, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। এরপর একটু বড় হলে মডেলিং শুরু করেন। সিনেমায় অভিনয়ের আগে টেলিভিশনে অভিনয় ও গান গাইতেন।
সালমান শাহ বলেন,
১৯৮২ সালে টেলিভিশন জগতে পা রাখি। ওই সময় ছোটদের অনুষ্ঠান ‘ছোট্ট খবর’-এ অভিনয় ও গান করি। ১৯৮৯ সালে আমি বিটিভির তালিকাভুক্ত অভিনয়শিল্পী হই। তবে আমি কখনো সিনেমায় কাজ করবো কখনো ভাবিনি।
সালমান শাহ আরও বলেন,
আমার তখন টিভিতে ফান্টার বিজ্ঞাপন জনপ্রিয় হয়ে উঠেছে। সোহান ভাই ওই সময় কীভাবে আমাকে দেখে জানি না। আমার ফোন নাম্বার জোগাড় করেন। ফোন করে বলেন, আমি নির্মাতা সোহানুর রহমান সোহান বলছি। আমি একটি নতুন সিনেমা তৈরি করছি। আপনি সময় দিলে আমরা একদিন দুজনে মিলে বসতে পারি। সামনাসামনি আলাপচারিতায় তিনি আমাকে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন।
বলিউড সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’র কপিরাইট সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার অফার পেয়ে প্রথমে দ্বিধায় ছিলেন সালমান শাহ। করবেন কি করবেন না যেমন ভেবেছিলেন আবার বলিউড সিনেমাটি দেখার সময় বলিউডের জুহি চাওলা আর আমির খানের এমন চরিত্রে অভিনয় করার ইচ্ছাও ছিল তার। তাই সিনেমাটিতে অভিনয়ে রাজি হন নায়ক।
এ প্রসঙ্গে ঢালিউড এ সেলিব্রেটি বলেন,
আমি প্রথমেই কপিরাইট একটি সিনেমার হিরো হয়েছি। এ নিয়ে অনেকের নানামত থাকতে পারে। কিন্তু আমার যুক্তি ছিল, এ সিনেমায় অভিনয় করেই আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যান। শুধু ভারতে নয়, যে দেশেই সিনেমাটি দেখানো হয়েছে বক্স অফিস হিট ছিল। তাই সিনেমাটির চরিত্রে অভিনয় করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ তার অভিনয় থেকে আমি আরও কিছু ভালো দর্শকদের উপহার দিতে পারবো এটুকু আত্মবিশ্বাস আমার ছিল। তাই সিনেমাটিতে অভিনয় করি।
‘স্বপ্নের নায়ক’ খ্যাত এ তারকা এরপর বলেন,
সিনেমায় আমি কখনো আমির খানকে নকল করতে চাইনি। আমার ব্যক্তিত্ব অনুযায়ী সে চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নিজস্ব অভিনয় গুণ চরিত্রটিতে ঢেলে দিয়েছি। তাই অভিনয় কার ভালো হলো এটা দর্শকের হাতে। অভিনয়টা আমার ভালো, ‘কেয়ামত থেকে কেয়ামত’ হিরো সালমান শাহর নাকি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ হিরো আমির খানের? দর্শকের কাছে এটাই জানতে চাই।
সবশেষে সালমান শাহ বলেন,
যদি দর্শকের ভালোবাসা পাই, তারা আমার অভিনয় ভালো বলেন তাহলে খুব খুশি হবো। আর যদি তারা মনে করেন, আমি আরও ভালো করতে পারতাম তবে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য আমি অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করবো।
আরও পড়ুন: সালমান শাহর শুভ জন্মদিন আজ
১৯৭১ সালের আজকের এই দিনে (১৯ সেপ্টেম্বর) সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সালমান শাহ। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে সর্বমোট ২৭টি সিনেমায় কাজ করে দর্শক হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেন।
আরও পড়ুন: সালমান শাহ মৃত্যুর ১০ রহস্য ফাঁস করলেন তার মামা
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎই মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন অভিনেতা। ওইদিন ঢাকার ইস্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।
]]>