দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি কার্গো বার্থিং না হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হ্রাস

২ সপ্তাহ আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত এফএসআরইউ-তে মঙ্গল ও বুধবার (১৮ জুন) এলএনজি কার্গো বার্থিং করতে না পারায় জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

বুধবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


এতে বলা হয়, জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পাওয়ার কারণে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথে বার্থিং শুরু হবে। জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

আরও পড়ুন: গ্যাস দুর্ঘটনা রোধে যে সতর্কবার্তা দিলো তিতাস

]]>
সম্পূর্ণ পড়ুন