দুর্বৃত্তের হামলায় মোংলা বন্দরের কর্মচারী আসিফ গুলিবিদ্ধ

২ সপ্তাহ আগে
মোংলা বন্দরের শিল্প এলাকায় আসিফ নাঈম নামে বন্দরের এক তৃতীয় শ্রেণির কর্মচারী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপণী মার্কেট এলাকায় মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বন্দর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। বন্দরের বিপণী মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের (বেতার চালক) তৃতীয় শ্রেণির কর্মচারী ও বন্দর কর্মচারী সংঘের (সিবিএ) এডহক কমিটির সদস্য ভুক্তভোগী আহত মো. আসিফ নাইম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর সিবিএ অফিস থেকে বন্দরের পাওয়ার হাউস আবাসিক এলাকা মালতী পোর্ট কলোনি নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হন তিনি। বন্দর বিপণী মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলে দুজন অজ্ঞাত দুষ্কৃতকারী তার গতিরোধ করে এবং বাম পায়ের রানে গুলি করে পুনরায় মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।


আরও পড়ুন: সুনামগঞ্জে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, যুবক নিহত


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলিবিদ্ধ আসিফের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে একটি গুলি বের করে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এ ঘটনায় বন্দর বিপণী মার্কেট ও বন্দর এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘এ ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন্দর বিপণী মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


তবে আহত আসিফ নাঈমের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (সিবিএ) সংগঠন নিয়ে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছি আসিফ নাঈমসহ তাদের লোকজন ও পূর্বের কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে। এ সিবিএ সংগঠন নিয়েও এমন ঘটনা ঘটতে পারে। তারপরেও বন্দরের কর্মচারীর পায়ে গুলি করা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন