ইতিহাদে নটিংহ্যামের সঙ্গে ৩-০ গোলে জিতেছে ম্যানসিটি। লিগে টানা চার হারের পর এটা তাদের প্রথম জয়। মাঝে কেটেছে ৩৯ দিন, ২০১৫ সালের পর দুই জয়ের মাঝে এটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় ব্যবধান (কোভিড ও বিশ্বকাপ বিরতি বাদে)। ২০১৫ সালে দুই জয়ের মাঝে পার্থক্য ছিল ৪১ দিন।
বার্নার্দো সিলভার গোলে ৮ মিনিটে এগিয়ে যায় সিটি। ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কেভিন ডি ব্রুইনা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া স্বাগতিক দল তৃতীয় ও শেষ গোলটি পায় ম্যাচের ৫৭ মিনিটে।
আরও পড়ুন: প্রথম সংবাদ সম্মেলনেই সমালোচনার কড়া জবাব মাশচেরানোর
ইতিহাদ থেকে প্রায় ১৫০ মাইল দূরে লিভারপুল দুবার পিছিয়ে পড়ে ম্যাচে সমতা আনে। ৩৫ মিনিটে আলেক্সান্ডার ইসাক নিউক্যাসলকে এগিয়ে নেয়ার পর ৫০ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন কার্টিস জোনস। ৬২ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোল, এবার লিভারপুলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। এরপর সালাহর গোলেই লিড নেয় আর্না স্লটের শিষ্যরা। ৮৩ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড ওই গোলটি করেন। কিন্তু ৯০ মিনিটে ফ্যাবিয়ান সার জাল খুঁজে পেলে পয়েন্ট ভাগাভাগি করে ঘরে ফিরতে হয় লিভারপুলকে।
গত ম্যাচ-ডেতে জয়ের পর ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ১১ করেছিল লিভারপুল। সেটা এখন নেমে এসেছে ৯-এ। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। ২৬ পয়েন্ট নিয়ে চারে সিটি। নটিংহ্যাম ২২ পয়েন্ট নিয়ে ৬ ও নিউক্যাসল ২০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে।