সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। লম্বা সময় অফফর্মে থাকা লিটন দাসের স্কোয়াডে জায়গা মিললেও ১৬ সদস্যের দলে জায়গা হয়নি সোহানের। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে দল ঘোষণার সংবাদ সম্মেলনেও। এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
লিপুর মতে, জাতীয় দলে উইকেটরক্ষক পজিশনের জন্য সোহানের প্রতিদ্বন্দ্বী লিটন দাস। নির্বাচকদের চোখে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটনের ফর্মে ফেরা এখন সবচেয়ে জরুরি। আর একজন ব্যাটারের ফর্মে ফেরার জন্য ওয়ানডেকে সবচেয়ে উপযুক্ত ফরম্যাট হিসেবে দেখেন লিপু। আর সে কারণেই লিটনকে রাখা হয়েছে।
তিনি বলেন, 'সোহান আমাদের বিবেচনায় আছেন। তবে একই দলে এত উইকেটরক্ষক তো নিতে পারব না। সর্বশেষ দলে লিটন ছিলেন না। খারাপ প্যাচের মধ্যে ছিলেন। এখন টি-টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়। কাউকে ভালো ফর্মে অধিক সময় দেওয়ার জন্য ওয়ানডে ক্রিকেট আদর্শ। তিনি সে জায়গায় দীর্ঘ সময় খেললে তার জন্য পারফরম্যান্স ধরে রাখতে সুবিধা হবে। সেই আলোকে এ মুহূর্তে লিটন সামনে আছেন।'
তবে সোহানকে বিবেচনার বাইরে রাখছে না নির্বাচক প্যানেল। আগামী কয়েকটি সিরিজের মধ্যে তাকেও চেষ্টা করে দেখার ইচ্ছা আছে বোর্ডের। এ প্রসঙ্গে লিপু বলেন, 'সোহান অবশ্যই আমাদের মাথায় আছেন। অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় বিশেষ করে ছয়-সাতে। তাকেও আগামীতে দেখব বলে আশা করি। কোনো খেলোয়াড়কে দেখার জন্য এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ। এরপর পাকিস্তানের সাথে, ভারতের সাথে খেলব। আমরা চেষ্টা করব যাকে যাকে দেখার দেখে নেওয়ার।'
আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনে যা বললেন শান্ত
আগামী মাসে গ্লোবাল সুপার লিগ খেলতে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে যাবেন সোহান। বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্স দলের অধিনায়ক তিনি। সেখানে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় টি-টোয়েন্টি দলে এমনিতেও থাকতে পারতেন না সোহান। এছাড়া ওখানে সোহান খেলার ওপরে থাকবেন, তাই অন্য কাউকে বাজিয়ে দেখার দিকে জোর দিয়েছে বিসিবি।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, 'সোহানের ব্যাপারে আরও বলতে চাই, তার জন্য একটা সুযোগ আছে। আন্তর্জাতিক ক্রিকেট না হলেও বড় একটি ইভেন্ট তিনি খেলতে পারবেন। যারা শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না তাদের বড় একটি অংশ কাছাকাছি মানের একটি সাদা বলের ক্রিকেটে থাকবেন। আমাদের অবজার্ভ করার জন্য বড় সুযোগ। যারা এই সিরিজের দলে নেই তাদের জন্যও বড় সুযোগ।'
]]>