সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপ গালফ প্রো কার সিরিজ-এর সিজন ওপেনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় রেনল্ট ক্লিও কাপ শ্রেণিতে অংশ নিয়ে রাউন্ড ১-এর দুইটি রেসেই জয়লাভ করেছেন বাংলাদেশের কার রেসার অভিক আনোয়ার ।
শ্রীলঙ্কা, রাশিয়া এবং ভারতের দক্ষ প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এই দুই রেস প্রথম স্থানে থেকে শেষ করেন অভিক।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে ফর্মুলা ১-এর অফিসিয়াল সার্কিটে, ঠিক সেই লেআউটে যেখানে বিশ্বসেরা রেসাররা ফর্মুলা ১ প্রতিযোগিতায় অংশ নেন। সার্কিটটির দৈর্ঘ্য ৫.২ কিলোমিটার এবং এই ট্র্যাকে ১৬তম জয় তুলে নিলেন অভিক। যার মাধ্যমে দেশের জন্য শীর্ষ এই কার রেসারের মোট ট্রফির সংখ্যা দাঁড়াল ৮৮টি।
আরও পড়ুন: ইতিহাস গড়ে ব্রোঞ্জজয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
এই অর্জনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আজকের অর্জিত ট্রফিগুলোর মধ্যে একটি আমি উৎসর্গ করছি আমার দেশবাসীর প্রতি, যারা রাজনৈতিক অস্থিরতার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আরেকটি ট্রফি উৎসর্গ করছি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি— যারা একদিন দেশকে এগিয়ে নেবে, স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবে।’
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·