দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

২ দিন আগে
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়েসী ভক্তরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অষ্টমীর সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করছেন ভক্তরা।

 

অষ্টমী তিথির এ পূজায় দেবীর ৯টি শক্তিকে উৎসর্গ করে নয়টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।

 

দেশের রামকৃষ্ণ মিশনে দেবীর মাতৃ রূপ পূজিত হবে কুমারী হিসেবে। কুমারী মেয়েকে নতুন কাপড়ে ফুলের মালা, চন্দন ও নানা অলংকার–প্রসাধন উপাচারে সাজিয়ে পূজা করা হবে মাতৃরূপে। অষ্টমী শেষ হবে সন্ধ্যায় সন্ধি পূজার মধ্য দিয়ে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।

 

এবার সারা দেশের ৩৩ হাজার ৩৫৫টি পূজামন্ডপে চলছে দূর্গা পূজার আয়োজন। পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তায় ৭০ হাজার পুলিশ, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি'র সদস্য নিয়োজিত রয়েছেন। মোতায়েন করা হয়েছে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য। এবছর দেবী দুর্গা এসেছেন হাতির পিঠে চড়ে আর যাবেন মানুষের পীঠে চড়ে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন