দুর্গোৎসবে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১ দিন আগে
শারদীয়া দুর্গাপূজা ঘিরে কেউ অসাম্প্রদায়িক কর্মকাণ্ডে জড়াতে চাইলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে তিনি জানান, তাদের বিশেষ ইন্টেলিজেন্স টিমের মাধ্যমে দুর্বৃত্তদের তথ্য দ্রুত পৌঁছে যাবে এবং ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমির দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস মালিক গ্রুপের ও জেলা মিনিবাস মালিক সমিতির উদ্যোগে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন র‌্যাব কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যাতে নিরাপদে এবং নিরবিচ্ছিন্নভাবে পূজা উদযাপন করতে পারে তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আমাদের প্রথমস্তরে পেট্রোল টিম প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করছে।


তিনি বলেন, দ্বিতীয়স্তরের বিশেষ ইন্টেলিজেন্স টিম মণ্ডপের আশপাশের এলাকায় অবস্থান করছে। কেউ যদি কোন প্রকার অসাম্প্রদায়িক কর্মকাণ্ডে জড়াতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে সেই তথ্য দ্রুত পেয়ে যাব এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন: পূজাকে কেন্দ্র করে গুজব সৃষ্টির চেষ্টা চলছে: র‌্যাব মহাপরিচালক


এছাড়া সোস্যালমিডিয়ার যুগে গুজব ঘুরে বেড়ায় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‌্যাব হেডকোয়ার্টারে সাইবার মনিটরিং টিম সতর্কবস্থানে রয়েছে। কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা বাসমালিক গ্রুপের সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম, জেলা বাসমালিক পূজামণ্ডপের সভাপতি সূর্যনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ মানিক চৌধুরী মিঠু, মিনিবাস মালিক সমিতির পূজামণ্ডপের সভাপতি মৃত্যঞ্জয় দাস মনা, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সাহা পিয়াসসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন