এ বছর মা দুর্গার আগমন গজে (হাতি) গমন করবেন দোলায় ঘোড়ায়)। অপেক্ষা ঢাকের বাজনার শব্দে। শিল্পীরা প্রতিমার গায়ে শেষ কাদামাটির প্রলেপ শেষ করে চলছে রং তুলির আঁচড় এবং অলংকার করে ফুটিয়ে তুলবেন দেবীর সৌন্দর্য। তাদের শৈল্পিক ছোয়ায় দুষ্টি নন্দন হয়ে উঠবে এক একটি প্রতিমা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ঢাক-ঢোল পিটিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব।
শ্যামরাই ঠাকুরবাড়ী মণ্ডপে প্রতিমা শিল্পী রাজন বশাক জানান, প্রতিমা তৈরির উপকরণের দাম এবং স্থানীয় কারিগর সংকটের কারণে প্রতিমার দাম বেড়েছে কয়েকগুণ। ৫-৭ বছর আগে যেখানে একটি প্রতিমা সেট পাওয়া যেত ১০-১৫ হাজার টাকায়, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০-৫০ হাজার টাকায়। খড়, কাঠ, মাটি ও শ্রমমূল্যের ঊর্ধ্বগতিকে এজন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কালীবাড়ী প্রাঙ্গণে শুভ মহালয়ার বর্ণাঢ্য আয়োজন
দিনাজপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী বলেন, প্রতিবছরের মতো এবারও সর্বজনীন এই উৎসব ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হবে।
শারদীয় দুর্গা পূজা প্রস্তুতি কমিটির সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে সনাতন ধর্মের নেতা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজা উদযাপনে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতির মধ্য দিয়ে পূজা অনুষ্ঠানে আইন শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।
দিনাজপুর জেলা প্রশাসনের তথ্য মতে, ১৩টি উপজেলায় মোট ১২৬৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।
]]>