আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী শুক্রবার ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার বিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা লিখিতভাবে জানিয়েছেন তবে ছুটি শেষে ৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রফতানি যথারীতি চালু হবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৬ তারিখ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দরে অপেক্ষাকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পণ্য খালাস লোড আনলোডসহ অন্যান্য কার্যক্রম কত তারিখ পর্যন্ত চলবে সেটা আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে শুল্ক কার্যকর এক মাস পেছানোর সিদ্ধান্ত
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার থাকবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক।