দুর্গাপূজায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

৩ সপ্তাহ আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ষড়যন্ত্র ঠেকাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

 

দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হয়ে আসছে। কিন্তু মাঝে মাঝে স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও ভরসার ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করে। দুর্গাপূজা উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ দৃষ্টি রেখে যেকোনো ধরনের হীন উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে হবে। আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য বহন করে এসেছে। আমাদের সেই ঐতিহ্যকে দৃঢ় প্রত্যয়ে অক্ষুণ্ন রাখতে হবে।


বিএনপি মহাসচিব আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।

আরও পড়ুন: স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে: তারেক রহমান

 

বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সারা দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার জন্য আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সমান স্বাচ্ছন্দ্যে, সমান উৎসাহে নিরাপত্তা সহকারে পূজার আনন্দ যাতে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে সেক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ও বিএনপির সব নেতাকর্মীর প্রতি আহ্বানন জানাচ্ছি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন