দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি র‍্যাবের

৪ দিন আগে
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, বা পূজার উপকরনাদী ভাঙা, ডাকাতি বা চুরির মতো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব-১৩ এর সদর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে কুড়িগ্রাম জেলা শহরের মিস্ত্রি পাড়ায় শ্রী শ্রী দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।


তিনি জানান, পুজা নির্বিঘ্ন করতে কন্ট্রোলরুমের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাতে কেউ গুজব ছড়াতে না পারে সে বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছে র‍্যাব ও পুলিশ। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন: দুর্গাপূজা: ২৮৫৭ মণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন


এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুরাল চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যজোটের আহ্বায়ক সুবাস সরকার, দক্ষিণপাড়া পূজা কমিটির সভাপতি শ্যামল ভৌমিকসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কুড়িগ্রাম জেলায় এ বছর ৫৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন