দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী বুধবার নির্বাহী আদেশে ছুটি। পরের দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। এরপর সাপ্তাহিক ছুটি পড়ছে দুদিন। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
কিন্তু কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী বুধবার থেকে পরবর্তী ৭ দিন দেশের সব জেলায় ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ১ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (চট্টগ্রাম বিভাগ ও মায়ানমারের রাখাই রাজ্যের উপকূলের দিকে) একটি লঘুচাপ সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সব জেলার ওপর দিয়ে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
আরও পড়ুন: আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
এ অবস্থায় দেশের কৃষকদের শীতকালীন শাক-সবজির বীজ লাগানোর জন্য ৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন এ আবহাওয়া ও জলবায়ু গবেষক।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে