দুর্গাপূজা ঘিরে খুলনায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

১ সপ্তাহে আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনার আর্য্য ধর্মসভা মন্দির, শীতলাবাড়ি মন্দির, দোলখোলা ও শিববাড়ি কালী মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
 

র‌্যাব জানিয়েছে, পূজা চলাকালে শহর ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া সার্বক্ষণিক রোবাষ্ট পেট্রোলিং চালানো হচ্ছে যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

আরও পড়ুন: দুর্গাপূজায় রাজশাহীতে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

র‌্যাব আরও জানায়, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে র‌্যাব। পূজা উদযাপনের সময় কোনো সন্দেহজনক ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র‌্যাব সদস্যদের অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
 

র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়, সেজন্য র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পূজার সময় জনগণ নিশ্চিন্তে উৎসব উদযাপন করতে পারবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন