দুর্গা পূজার মধ্যেই সুখবর ছড়িয়ে পড়েছে সোনম কাপুরের

১ সপ্তাহে আগে
দেবী দুর্গার নয় রূপের আরাধনা নবরাত্রি উৎসব উদ্‌যাপনের মাঝেই বলিউডে সুখবর ছড়িয়ে পড়েছে অভিনেত্রী সোনম কাপুরের। আবারও মা হতে চলেছেন তিনি। দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় নায়িকা।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা যেমন শারদীয় দুর্গা পূজার উৎসবে মেতেছেন তেমনি অবাঙালি হিন্দুরা শরতের এ সময় মেতেছেন দেবী দুর্গার নয় রূপের আরাধনা নবরাত্রি উৎসব উদ্‌যাপনে। আর এ উৎসবের মাঝে সোনমের মা হওয়ার খবরে নতুন করে আলোচনায় কাপুর পরিবার।

 

উৎসবের আবহে নবমীর রঙের আলোয় ছড়িয়ে পড়েছে তার নতুন সুখবর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক (ফার্স্ট ট্রাইমিস্টার) শেষ করে ফেলেছেন সোনম।

 

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। খুব শিগগিরই মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অভিনেত্রী। এ খবর ছড়িয়ে পড়তেই ভক্তমহলে উত্তেজনা তুঙ্গে।

 

২০১৮ সালের ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা  অনিল কাপুর কন্যা সোনম। বিয়ের ৪ বছর পর ২০২২ সালে প্রথম সন্তানের মা হন। ছেলের নাম রাখেন বায়ু। এরপর থেকেই বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন নায়িকা।

 

আরও পড়ুন: নাতনি রাহাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন নির্মাতা মহেশ ভাট

 

এদিকে দুই মাস আগে ছেলের ৩ বছরের জন্মদিন উদ্‌যাপন করেছেন সোনম। বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ নিয়ে ব্যস্ত আছেন। হাতে রয়েছে নতুন সিনেমা ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ।

 

আরও পড়ুন: কালো রং বদলে প্রোফাইল পিকচারে নিজের ছবি দিলেন আরিয়ান খান

 

তবে পেশাগত কাজের চেয়ে মাতৃত্বকেই গুরুত্ব দিচ্ছেন সোনম। তাই নতুন অতিথিকে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছেন বলিউডের এ অভিনেত্রী।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন