দুর্গম পাহাড়ে বিজিবির চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

২ সপ্তাহ আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে থানচি উপজেলার ডাকছৈপাড়া এলাকায় বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন পরিচলনা করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।


বিজিবি জানায় সকাল থেকে দুপুর পর্যন্ত বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলামের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি এ সেবা দেয়। 


এসময় থানচি উপজেলার ডাকছৈপাড়া এলাকার স্থানীয় গরিব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ মোট ১০৫ জনের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী দেয়া হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫০০ মানুষকে চিকিৎসা

বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বলেন, থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলো এখনও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাতেও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক।


উল্লেখ্য, ইতোপূর্বে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গরিব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

]]>
সম্পূর্ণ পড়ুন