দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে গেল ভ্যান, নিহত ২

২ সপ্তাহ আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজারে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ও  ভ্যানযাত্রী একিন আলী (৫০) উপজেলার গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।


আরও পড়ুন: ট্রাকচাপায় ভ্যান থেকে ছিটকে পড়ে বাবা-মেয়ে নিহত


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, রাত সাড়ে ৯টার দিকে ভ্যানে খড়ি নিয়ে যাওয়ার পথে জয়নগর বাজারে একটি ট্রাক পেছন থেকে ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানযাত্রী একিন আলী নিহত হন ও আইয়ুব আলী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন