মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় দুমকী উপজেলা পরিষদ হলরুমে দুমকী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কোর্সের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।
ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি এনআইএলজির মহাপরিচালক(গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম। দুমকী প্রান্তে এ আয়োজনের সভাপতি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলার স্থানীয় সরকারের উপপরিচালক(উপসচিব) জুয়েল রানা।
আরও পড়ুন: ঈদের দিনে শহীদ মিলনের বাড়িতে দুমকী ইউএনও
প্রশিক্ষণের মাধ্যমেই গ্রাম পুলিশদের আরও সক্রিয় করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তিনি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, এনআইএলজির সহকারী পরিচালক ওমর ফারুক ও দুমকী উপজেলার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, প্রশিক্ষণে ৫ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।