শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন, অধ্যক্ষ জামাল হোসেন জামায়াত নেতা মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকী নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার প্রমুখ।
আরও পড়ুন: জন্ম ও মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা পটুয়াখালীর দুমকী
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, দুমকী থানার এসআই দেলোয়ার হোসেন, প্রেসক্লাব দুমকীর সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম রিপন, জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান দেয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।