দুপুরের ঘুমে ‘চিরঘুমে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আপন!

২ দিন আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটের কক্ষের দরজা ভেঙে বিছানা থেকে আপন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আপন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ছাত্র ছিলেন।
 

সোমবার (৮ ডিসেম্বর) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত আপনের ফুফাতো ভাই সাজিদ জানান, সোমবার দুপুরের দিকে আপন তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমাতে যান। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বহু ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে ভাটারা থানায় জানানো হয়।
 

আরও পড়ুন: এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দরজা ভাঙার পর দেখা যায়, আপন বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাহবুব মিয়ার সন্তান। তিনি ভাটারা থানার বিসমিল্লা রোডের একটি ভবনে ভাড়া থেকে পড়ালেখা করতেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এটি মর্মান্তিক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন