রোববার (৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে বলা হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর সান্তিয়াগো, পরের অবস্থানেই ঢাকা!
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন সকাল ৬টায় তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় আদ্রতা ছিল ৯৬ শতাংশ।
আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে