দুধ খেলে শারীরিক সুস্থতার সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু এই পানীয়টি খেতে হবে নিয়ম মেনে। আর নিয়ম মেনে চললে, তবেই স্বাস্থ্যরক্ষা হবে। তাই চেষ্টা করুন দুধের সঙ্গে কিছু খাবার না খাওয়ার। চলুন ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন অনুযায়ী এমন ৬টি খাবার সম্পর্কে জেনে নেয়া যাক-
কলা
অনেকেই সকালের নাশতায় দুধ ও কলা একসঙ্গে খেয়ে থাকেন। কিন্তু এই ভুল কখনও করা যাবে না! তাহলেই শরীরের বারোটা বাজবে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, দুধ ও কলা একসঙ্গে খেলে হজমে সমস্যা হয়। এমনকী আয়ুর্বেদ মতে, দুধ আর কলা একসঙ্গে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে। যাদের হজম ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই দুটি খাবার একসঙ্গে খাওয়া বারণ।
লেবু
দুধের সঙ্গে লেবুর কম্বিনেশন অত্যন্ত সর্বনাশা! বিশেষজ্ঞরা বলছেন, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটায়। ফলে পেট ব্যথা থেকে শুরু করে বমিও হতে পারে। তবে দুধ খাওয়ার ১ ঘণ্টা পর লেবু খেলে সমস্যা হবে না।
আরও পড়ুন: সকালে কয়েকটি কিশমিশ খেলেই মিলবে ৮ উপকার!
মাছ ও মাংস
অনেকে মাছ ও মাংসের সঙ্গে দুধ দিয়ে তৈরি নানা খাবার খান। কিন্তু এমনটা করলে হজমে গুরুতর ব্যাঘাত ঘটতে পারে। এমনকী শুরু হতে পারে পেটের ব্যথা, বমি। তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে দুধের সঙ্গে একাধিক প্রোটিন জাতীয় খাবার কখনোই খাবেন না।
চকোলেট
সাধারণত চকোলেট ও দুধ একসঙ্গে খেলে খুব একটা সমস্যা হয় না। এই দুটি জিনিস একসঙ্গে খেতেও দারুণ লাগে। তবে কোকোতে থাকা অক্সালেট দুধ থেকে ক্যালসিয়াম শোষণে বাধা তৈরি করে। এমনকী ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।
আরও পড়ুন: প্রতিদিন সকালে খেজুর খেলে কী হয়?
ফাস্টফুড
অনেকেই রাতে পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা বিরিয়ানি খেয়ে থাকেন। আর তারপরই ঢক করে এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। তারা মনে করেন, এতে শরীর সুস্থ থাকবে। কিন্তু এভাবে শরীরের বারোটা বাজানো ছাড়া আর কিছুই হয় না। দুধের পুষ্টিমূল্য তো পাওয়া যায় না, উপরন্তু বদহজমের সমস্যা দেখা দেয়।
ইডলি ও দোসা
ইডলি ও দোসা হলো ফার্মেন্টেড ফুড। এর সঙ্গে দুধ খেলেই শরীরে নানা সমস্যা দেখা দেবে। বিশেষ করে যারা ল্যাকটোজ ইনটলারেন্ট হন, তারা ইডলি বা দোসার সঙ্গে দুধ ভুলেও খাবেন না। এতে পেটে গ্যাস জমে পেট ফাঁপার মতো রোগ দেখা দিতে পারে। একইসঙ্গে অ্যাসিডিটির মতো সমস্যাতেও ভোগার আশঙ্কা থাকে।
]]>