দুদিনে ১০০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত বেনাপোল কাস্টমস

৫ দিন আগে
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে ভারতের সাথে আমদানি-রফতানি ও কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ ছিল। তবে জরুরি সেবার আওতায় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী সেবা চালু রয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববারও (২৯ জুন) কোনো কাজ হয়নি।

 

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জানান, শনিবার (২৮ জুন) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করছে কাস্টমস। হঠাৎ করে কমপ্লিট শাটডাউনে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় সহস্রাধীক ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এর মধ্যে পচনশীল জাতীয় কাঁচামালও রয়েছে।

 

প্রতিদিন আটকে থাকা ট্রাকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আমদানিকারকদের। এছাড়া আমদানি পণ্য সরবরাহ বন্ধ থাকায় শিল্পকলকারখানায় ব্যহত হচ্ছে উৎপাদন প্রক্রিয়া।

 

আরও পড়ুন: কাস্টমসের কর্মবিরতিতে স্থবির বাংলাবান্ধা স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ীরা

 

বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার  সকাল থেকে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের এ কর্মসূচী চলমান থাকবে।

 

রাজস্ব আহরনকারি বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার জহির রায়হান জানান, প্রতিদিন গড়ে তাদের ব্যাংকে ৫০ কোটি টাকা রাজস্ব জমা হয়। তবে কমপ্লিট শাটডাউনে পুরাটাই বন্ধের কবলে পড়েছে।

 

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, কমপ্লিট শাটডাউনে শনিবার থেকে নতুন করে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। বন্দর থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে।

 

আরও পড়ুন: হিলি কাস্টমসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন

 

জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন