পার্থ টেস্ট শেষ হয় মাত্র দুদিনে। রান তাড়ায় ওভারপ্রতি ৭+ রান করে তুলে অস্ট্রেলিয়া। হেড সেঞ্চুরি করেছিলেন ৬৯ বলে, যা রান তাড়ায় চতুর্থ ইনিংসে সবচেয়ে দ্রুততম। শুধু হেড নন, ইংল্যান্ডের বাজবল অ্যাপ্রোচে খেলেছেন অস্ট্রেলিয়ার বাকিরাও। মার্নাস লাবুশেন ৪৯ বলে করেন ৫১, জ্যাক ওয়েদারেল্ডের ব্যাট থেকে ৩৪ বলে আসে ২৩।
ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের লক্ষ্য ২৮.২ ওভারেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করে ১৬৪, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে আউট হয়েছিল ১৩২ রানে। ম্যাচ দুদিনে শেষ হয়ে যাওয়ার ফলে ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতির আশঙ্কা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ কোটি টাকারও বেশি। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
আরও পড়ুন: অ্যাশেজে ১২৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন হেড
গত বছর ভারত ও অস্ট্রেলিয়ার চারদিনের পার্থ টেস্টে সর্বমোট দর্শক ছিলেন ৯৬ হাজার ৯৮৩ জন। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এবারের ম্যাচ সেটিকে ছাপিয়ে গেছে। এবার দুদিনেই উপস্থিত ছিলেন এক লাখ ১ হাজার ৫১৪ জন দর্শক; প্রথম দিন ৫১ হাজার ৫৩১ ও দ্বিতীয় দিন ৪৯ হাজার ৯৮৩। ক্রিকইনফো বলছে, তৃতীয় দিনের সব টিকিটও প্রায় বিক্রি হয়ে গিয়েছিল।
বাজবল অ্যাপ্রোচ শুরু করার পর ইংল্যান্ডের কোনো টেস্ট পঞ্চম দিনে গড়ানোর সম্ভাবনা কমে গেছে। অস্ট্রেলিয়া ক্ষতি হিসাব করছে তৃতীয় ও চতুর্থ দিন বিবেচনায় নিয়ে। ম্যাচ শেষে ট্রাভিস হেড সমর্থকদের কথা চিন্তা করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কাল যারা আসতে পারছে না, তাদের জন্য খারাপ লাগছে। আমার মনে হয় আবারও হাউজফুল ছিল।’

১৮ ঘন্টা আগে
১






Bengali (BD) ·
English (US) ·