দুই সেঞ্চুরিতে সেরা তিনে তিলক, অলরাউন্ডারের সিংহাসন হার্দিকের

১ সপ্তাহে আগে
নিজের দিনে তিলক ভার্মা কী করতে পারেন তা আইপিএলে আগেই দেখিয়েছেন। জাতীয় দলে নিচের দিকে ব্যাটিং করায় সেরাটা দেখাতে পারছিলেন না তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বলে কয়ে টপ অর্ডারে প্রমোশন নেয়ার পর জাত চিনিয়েছেন এই ২২ বছর বয়সী। তার দারুণ কীর্তির ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়েও। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বিশাল লাফ দিয়ে সেরা পাঁচে ঢুকে পড়েছেন তিলক। এদিকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের লিভিংস্টোনকে সিংহাসনচ্যুত করেছেন হার্দিক পান্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিলক ভার্মা। ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার গত সপ্তাহে ৭২ নম্বরে ছিলেন। মাত্র এক সপ্তাহে ৬৯ ধাপ এগিয়েছেন ২২ বছর বয়সী তিলক।


এদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দুই ধাপ এগিয়েছেন তিনি। হার্দিককে জায়গা করে দিতে দুই ধাপ নেমে তৃতীয় স্থানে আছেন লিয়াম লিভিংস্টোন। বুধবার (২০ নভেম্বর) আইসিসি হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।


আরও পড়ুন: ইসরাইলের কাছে ক্ষমা চাইল অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ১৬ টি-টোয়েন্টিতে মাত্র ২টি অর্ধশতক ছিল তিলকের। প্রোটিয়াদের মাঠে ৪ ম্যাচের মধ্যেই ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি। প্রথম দুই ম্যাচে ৩৩ ও ২০ রানে আউট হওয়ার পর শেষ দুই ম্যাচে যথাক্রমে ৫৬ বলে ১০৭ এবং ৪৭ বলে ১২০ রানের দুটি অনবদ্য ইনিংস খেলেন তিলক। যার কারণেই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তিনি।


তবে এক ও দুইয়ে আগের মতোই ট্রাভিস হেড ও ফিল সল্ট জায়গা ধরে রেখেছেন। সেরা দশে থাকা সুর্যকুমার, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, জস বাটলার, যশস্বী জয়সওয়াল এবং পাথুম নিশাঙ্কা এক ধাপ করে পিছিয়েছেন। অন্যদিকে এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন রহমানউল্লাহ গুরবাজ।


তিলকের মতোই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাঞ্জু স্যামসন। তবে বাকি দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ১৭ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠেছেন তিনি। ১৬ ধাপ এগিয়ে তার ঠিক ওপরেই আছেন শাই হোপ।


টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচেও পরিবর্তন এসেছে। অজি স্পিনার আক্স্যডাম জাম্পা ৫ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন। এক ধাপ করে পিছিয়ে চার ও পাঁচে আকিল হোসেন ও মহেশ থিকসানা। তিন ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন আর্শদীপ সিং।


আরও পড়ুন: ঘোষণার ২০দিন পর ২০ লাখ টাকার চেক হস্তান্তর বিসিবির


অস্ট্রেলিয়ার নাথান এলিস এবং ভারতের অক্ষর প্যাটেল যথাক্রমে ১৫ ও ১০ ধাপ এগিয়েছেন। তারা আছেন যথাক্রমে ১১ ও ১৩ নম্বরে। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন এবং ভারতের বরুণ চক্রবর্তীও। ২০ ধাপ এগিয়ে ইয়ানসেন ২৫ নম্বরে আর ৩৬ ধাপ এগিয়ে বরুণ ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।


এদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান দখলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৪৭ রান করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। বল হাতেই সেই সিরিজে ২ উইকেট শিকার করেছেন। তাতে ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন দিপেন্দ্র সিং এইরি ও লিভিংস্টোনকে। এদিকে এক ধাপ এগিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বড় লাফ দিয়েছেন মার্কো ইয়ানসেন। ৬৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন