বুন্দেসলিগায় গত শনিবার (৩০ নভেম্বর) ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ম্যাচ শেষে বায়ার্ন কোচ কোম্পানি জানান, জার্মান কাপের বিগ ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে কেইনের ফেরার সম্ভাবনা নেই।
ডর্টমুন্ডের বিপক্ষে ঊরুতে চোট নিয়ে ম্যাচের ৩৩তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন কেইন। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র করে বায়ার্ন।
আরও পড়ুন: ভক্তের কাছে ১২ কোটি টাকার চ্যালেঞ্জ হেরে গেলেন রোনালদো
ম্যাচ শেষে কোম্পানি বলেন, কেইনের ইনজুরির কারণে তাকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। পরের দিন (রোববার) বায়ার্ন এক বিবৃতিতে কেইনের ঊরুর ইনজুরির কথা নিশ্চিত করেন।
🗣 𝗩𝗶𝗻𝗰𝗲𝗻𝘁 𝗞𝗼𝗺𝗽𝗮𝗻𝘆 𝗼𝗻 𝗛𝗮𝗿𝗿𝘆 𝗞𝗮𝗻𝗲'𝘀 𝗶𝗻𝗷𝘂𝗿𝘆 𝗮𝗯𝘀𝗲𝗻𝗰𝗲 💬
"It's difficult to predict, but there's a possibility that he'll still play this year. However, he'll miss a few games first. You can't replace him like-for-like. He's a top player, but… pic.twitter.com/97e4C8zu31
— FC Bayern (@FCBayernEN)
December 2, 2024
এদিকে জার্মান সংবাদমাধ্যম 'বিল্ড' জানায়, অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন কেইন। তবে আশার কথা হচ্ছে, বায়ার্ন কোচ জানিয়েছেন বছরের শেষে আবারও মাঠে দেখা যাবে কেইনকে।
]]>