অবশেষে প্রায় ২ সপ্তাহ পর আবারও সোমবার (১৭ নভেম্বর) আকাশে ভোর থেকে বিকেল পর্যন্ত রঙ পাল্টানো এই পাহাড়চূড়ার দৃশ্য দেখা গিয়েছি।
এতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরেও পঞ্চগড় করতোয়া সেতুসহ বিভিন্ন এলাকার পাশাপাশি তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকা, বাংলাবান্ধা, শালবাহান ও ভজনপুরসহ জেলা শহরের বিভিন্ন স্পটে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। কেউ উপভোগ করছেন খালি চোখে- কেউ আবার মুঠোফোন ও ক্যামেরায় ধরে রাখছেন সেই অনন্য মুহূর্ত।
স্থানীয়রা বলছেন, ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘা কখনও নেয় কালচে-বেগুনি রূপ, কখনও আবার হয় শুভ্র সাদা। দুপুরে পাহাড়চূড়ায় পড়ে সূর্যের আলো- হয়ে ওঠে সোনালি, আর বিকেলে কখনও লাল, কখনও বেগুনি আভায় রাঙিয়ে তোলে পুরো দিগন্ত।
রায়হান হোসেন নামে একজন পর্যটক সময় সংবাদকে বলেন, ‘সারা জীবন বইতে বা ছবিতে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু সরাসরি এভাবে দেখা- অসাধারণ মুহূর্ত। ভোরে রঙ পাল্টানোর দৃশ্যটা চোখে দেখলে বোঝা যায় কেন এতো মানুষ এখানে আসে।’
আরও পড়ুন: পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি, পর্যটকদের ভিড়
রাজশাহী থেকে আসা নুসরাত জাহান সময় সংবাদকে বলেন, ‘নিরাপত্তা আগের তুলনায় ভালো মনে হয়েছে। ছবি তোলার জন্য ডাকবাংলো এলাকা দারুণ। এমন স্বচ্ছ আকাশে দেখার সুযোগ পেয়ে ভাগ্যবান মনে হচ্ছে।’
অনেকেই বলছেন, গেলো বছর অনেকেই হতাশ হয়ে ফিরলেও এবার হঠাৎ করে ঘুরতে এসে ভাগ্য সহায় হয়েছে।
এদিকে শহিদুল ইসলাম নামে এক বাসিন্দা সময় সংবাদকে বলেন, ‘প্রতিবারই কাঞ্চনজঙ্ঘা দেখা দিলে পর্যটক বাড়ে। ব্যবসা-বাণিজ্যও জমে ওঠে। এ বছর খানিকটা ভিন্ন পরিবেশ ছিল। কয়েকদিন দেখা দিলেও- আবারও দেখা যাচ্ছিলো না। এতে বিভিন্ন এলাকার পর্যটকরা এসে হতাশ হয়েছিল। তবে সোমবার আবারও দেখা দেয় পর্বতশৃঙ্গটি।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু সময় সংবাদকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা, আবাসন নিশ্চয়তা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রথমবারের মতো চালু করা হয়েছে অনলাইন অ্যাপ হোটেলস ডট জিওভি ডট বিডি। অ্যাপের মাধ্যমে আগে থেকেই থাকা-খাওয়ার বুকিং করা যাবে, পাশাপাশি নির্ভরযোগ্য আবাসনের তথ্যও পাওয়া যাবে।’
আরও পড়ুন: শীতের আগমনী হাওয়া, পর্যটকে মুখরিত কক্সবাজার
তিনি আরও বলেন, ‘প্রতিবছর নভেম্বর-জানুয়ারি কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকের চাপ বাড়ে। তাদের নিরাপত্তা নিশ্চিত ও সেবা সহজ করতে আমরা অ্যাপটি চালু করেছি। পর্যটন অঞ্চলের পরিবেশও আমরা নজরদারির মধ্যে রেখেছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে।’
সাধারণত অক্টোবরের শুরু থেকেই পঞ্চগড় থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এ বছর অক্টোবর মাসে আবহাওয়া অনুকূলে না থাকায় বড় পরিসরে দেখা মেলেনি। নভেম্বরের শুরু থেকেই দুদিনের জন্য দেখা গেলেও আবহাওয়া পরিষ্কার না থাকায় আবারও লুকিয়ে যায়। তবে সোমবার আবারও সাদা-রূপালি সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে এ বিশাল পর্বতশৃঙ্গ।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·